![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-05%252Fd7d805d7-1238-4ee2-906c-002079b5dd26%252FBoris.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26dpr%3D1.0%26format%3Dwebp%26w%3D640)
করোনাবিধি লঙ্ঘন নিয়ে আবারও তদন্ত হতে পারে বরিসের বিরুদ্ধে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মে ২০২৩, ১২:৩৫
করোনাবিধি লঙ্ঘনজনিত ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন করে পুলিশি তদন্তের মুখে পড়তে পারেন। করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত বিভিন্ন তথ্য ব্রিটিশ সরকারের একটি মন্ত্রণালয় থেকে দুই শহরের পুলিশ বাহিনীকে হস্তান্তরের পর এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্টি গেট কেলেঙ্কারি হলো, ২০২০–২১ সালে করোনা মহামারি চলাকালে যুক্তরাজ্যে বিভিন্ন বিধিনিষেধ জারি ছিল। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন।
লকডাউনের বিধি ভেঙে তাঁর কার্যালয়ে একাধিক পানাহার আয়োজন নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। এ কেলেঙ্কারির ঘটনা পার্টি গেট কেলেঙ্কারি নামে পরিচিত। এসব অভিযোগকে কেন্দ্র করে বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।