You have reached your daily news limit

Please log in to continue


নতুন অভিবাসন চুক্তি করল ভারত-অস্ট্রেলিয়া

অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি অভিবাসন চুক্তি করেছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন এই চুক্তির লক্ষ্য দুই দেশের ‘ছাত্র, স্নাতক, একাডেমিক গবেষক এবং ব্যবসায়ীদের গতিশীলতাকে উন্নীত করা’।

বুধবার (২৪) সিডনিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে দুই নেতা এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন।

ভারত এবং অস্ট্রেলিয়া চার সদস্যের কোয়াড গ্রুপের সদস্য। এই গ্রুপে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করছেন। আদমশুমারির তথ্য থেকে জানা গেছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় আসা ১০ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রায় এক চতুর্থাংশই ছিলেন ভারতীয় নাগরিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন