সঙ্গীর কাছে ‘অবাস্তব প্রত্যাশা’ করছেন? বুঝবেন যেভাবে
সমকাল
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:০২
সম্পর্কে থাকলে সঙ্গীর কাছে প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। তবে সেই প্রত্যাশা যদি অবাস্তব হয় তাহলে তা পূরণ নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে,এমন হলে দুজনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, সম্পর্ককেও করতে পারে প্রভাবিত ।
এ কারণে আপনি সঙ্গীর কাছে অবাস্তব কোনো প্রত্যাশা করছেন কিনা তা বোঝা খুবই জরুরি। এ ব্যাপারে ভারতীয় থেরাপিস্ট মারিয়া জি সোসা ইনস্টাগ্রামে এক লেখা শেয়্র করেছেন। তিনি লিখেছেন, আমরা রোমান্টিক কমেডিতে বাস করি না। একজনের সব কিছুই আরেকজন ভালোবাসবে এমন আশা করা ঠিক নয়। সম্পর্কের ক্ষেত্রে অবাস্তব প্রত্যাশা কেমন হতে পারে তার কয়েকটি উদাহরণ তিনি শেয়ার করেছেন। এগুলো হলো-১. কাউকে ভালোবাসলেই এটা মনে করা ঠিক নয় যে সে আপনার জন্য পরিবর্তিত একজন হবে। ২. না বললেও সঙ্গী বুঝবে আপনার কী প্রয়োজন এটা ভাবা অবাস্তব প্রত্যাশা।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক
- সম্পর্কে বিশ্বাস