![](https://media.priyo.com/img/500x/https://www.rtvonline.com/assets/news_photos/2023/05/23/image-224425-1684817013.jpg)
মারা গেছেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা
আরটিভি
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১০:৪১
মারা গেছেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো সিনেমাতে কাজ করেছেন তিনি। সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্র আরআরআর-এও অভিনয় করেছেন। এস এস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার (২২ মে) আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতার মৃত্যু