কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

জাগো নিউজ ২৪ সৌদি আরব প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৯:৫১

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। খবর সৌদি গেজেটের।


জেনালেন ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে সেখানে। বিশেষ করে তায়েফ, মায়সান, আদহাম, আল-খুরমা, আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া এবং আল-মাওইয়াহ এলাকায়। তাছাড়া আসির, আল-বাহা, জাজান ও নাজরান অঞ্চলগুলো প্রভাবিত হবে।


পূর্বাভাস অনুযায়ী, রিয়াদ অঞ্চলে বিশেষ করে রাজধানী, দিরিয়া, আল-মাজমা, আল-জুলফি, আল-ঘাট, রামা, থাদিক, শাকরা, আফিফ, আল-দাওয়াদমি, আল-কুওয়াইয়া, আল-মুজাহিমিয়া, ধুর্মা, হুরায়মিলা, আল-আফলজ, ওয়াদি আল দাওয়াসির, আল-সুলাইল, আল-খার্জ, হোতাত বনি তামিম, আল-হারিক, আল-বাজদিয়া ও আল-দালামে হালকা বৃষ্টি ও বালু ঝড় হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও