কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন শুরুর অপেক্ষায় তাঁরা

প্রথম আলো প্রকাশিত: ২১ মে ২০২৩, ০৭:০৪

সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ ছবিটি তাঁরা দেখেছিলেন হলে বসে। একজন ঢাকার অভিসারে, অন্যজন মাগুরার পূর্বাশায়। দুজনেরই সেটা ছেলেবেলার গল্প। একজন বাবার সঙ্গে প্রায়ই হলে ছবি দেখতেন, বেশির ভাগই নায়ক রুবেলের ছবি। অন্যজন দেখতেন মায়ের সঙ্গে, বেশির ভাগই সালমান শাহর ছবি। সময়ের সঙ্গে দুজনই ছেলেবেলা ফেলে এসেছেন, বড় হয়ে হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক। একজন জয় চৌধুরী, অন্যজন সাঞ্জু জন। দুজনের ক্যারিয়ারের বয়স এক দশকের বেশি হলেও আগে সেভাবে নজর কাড়তে পারেননি। তবে নানা চড়াই-উতরাই পেরিয়ে দুজনকে বাণিজ্যিক ছবির ভবিষ্যতের তারকা মনে করছেন অনেকে।


জয় চৌধুরীর স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। ছোটবেলা থেকে ক্রিকেটই ছিল ধ্যানজ্ঞান। সাকিব আল হাসানের জেলা মাগুরার ছেলে জয় ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেটার থেকে কীভাবে নায়ক বনে গেলেন? গত বুধবার বিকেলে প্রথম আলোকে মুঠোফোনে সে গল্পই বলছিলেন জয়, ‘অভিনয় করার স্বপ্নটা ওভাবে দেখিনি, কিন্তু বাংলা ছবি সব সময়ই ভালো লাগত। ছোটবেলা থেকেই আম্মু-আব্বুর সঙ্গে ছবি দেখা হতো। তবে স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। মাগুরার জেলা দলে খেলেছি। বিকেএসপি, সূর্যতরুণ ক্লাবে তৃতীয় বিভাগ লিগ খেলেছি। দুটো কি তিনটা ছবি মুক্তির পর দেখলাম, কীভাবে যেন চলচ্চিত্রই ধ্যানজ্ঞান হয়ে গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও