আশ্রয়ণ প্রকল্পে পাওয়া বাস্তব গল্প নিয়ে নাটক
সমকাল
প্রকাশিত: ২০ মে ২০২৩, ১৯:০২
নাটক-সিনেমা বাস্তব ঘটনার যেনো প্রতিচ্ছবি। প্রতিনিয়ত আশপাশে যে সব চরিত্র ঘোরে বেড়ায়, হাসে, কাঁদে সংগ্রাম করে বাঁচে-তাই নির্মাতারা তুলে আনেন পর্দায়। তেমনই এক ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘স্বপ্নের ঠিকানা’।
যে নাটকের গল্পে দেখা যাবে ফরিদপুরের সালথা উপজেলায় গিয়াস নামের এক কর্মমূখর মানুষের জীবন সংগ্রাম। গ্রামের সবাই তাকে চেনেন নিজের পরিবারকে সুন্দর ঠিকানায় পৌঁছে দিয়ে নিজের ঠিকানা করতে না পারা এক মানুষ হিসেবে।যে গিয়াসের মাথা গুজার কোন ঠায় নেই। রাত হলে এলাকার কোনো টং দোকানের সামনে বা কোন প্রতিবেশীর বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে। ফলে ভালোবাসার মানুষ ময়নাকে তার পাওয়া অনিশ্চিত হয়ে যায়। এমন সময়েই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকপ্লে গিয়াস খুঁজে পায় তার স্বপ্নের ঠিকানা।