![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2023%2F05%2F20%2F-f1f8557b3dc0f04d5ea7d660b81dd0f2.jpg)
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ২ জেলে কারাগারে
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১৯ মে) বিকালে সুন্দরবনে অভিযান চালিয়ে তাদের আটক করে বনরক্ষীরা।কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- খুলনার কয়রা এলাকার মো. আবুল মোড়ল (৪২) এবং মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মো. নুরুল গাজী (৫২)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- বিষ দিয়ে মাছ নিধন