You have reached your daily news limit

Please log in to continue


ওয়াসাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন তাকসিম: গোলাম মোস্তফা

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান রাষ্ট্রীয় এই সংস্থাটিকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা।

গতকাল শুক্রবার দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মোস্তফা বলেন, 'বাংলাদেশের আর কোনো সংস্থার এমডি এমন খেয়ালখুশিভাবে সংস্থা পরিচালনা করেন না। সরকারি সব সংস্থার আইন আছে, বোর্ড আছে, সরকারি নিয়মকানুন আছে। সংস্থাগুলো সেই অনুযায়ীই চলে। তাকসিম এ খান তো কিছু মানেন না। নিজের ইচ্ছামতো ওয়াসা পরিচালনা করেন। নিজে যেটি মনে করবেন, সেটিই করেন। তিনি ওয়াসাকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো করে ব্যবহার করেন। এখানে তিনি রামরাজত্ব কায়েম করেছেন। কারো কথাই তিনি শোনেন না।'

তাকসিম রাষ্ট্রীয় এই সংস্থাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন উল্লেখ করে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা। সেখানে তাকসিমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগের কথা উল্লেখ করে এসব বিষয়ে সচিবের কাছ থেকে নির্দেশনা চান তিনি।

হঠাৎ কেন চিঠি দিলেন, জানতে চাইলে ওয়াসা চেয়ারম্যান বলেন, 'হঠাৎ করে নয়। দুই-আড়াই বছর পর ধরে তার সঙ্গে বোর্ড ঝগড়া-বিবাদ করে আসছে। আমরা তো চাইনি বিষয়টি এমন পর্যায়ে যাক যাতে সরকার বিব্রতবোধ করে। আমরা চেয়েছিলাম তাকে বুঝিয়ে-শুনিয়ে লাইনে আনতে। তিনি ওয়াসার আইন মেনে, বোর্ডের ক্ষমতা অনুযায়ী কাজ করতে দেবে, সবার পরামর্শ শুনে ওয়াসা পরিচালনা করবেন। কিন্তু তিনি এর কোনো কিছুই তিনি করেননি। তাকসিম একা সব কিছু করবেন, বোর্ডের কথা শুনবেন না—এমন তো হতে পারে না। আমরা বোর্ডে বসে তার এজেন্ডা পাস করে যেতে হবে?'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন