নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ

বাংলা ট্রিবিউন কুয়াকাটা প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:৫৭

পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে নৌপুলিশ। শনিবার (২০ মে) সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল জব্দ করা হয়।


কুয়াকাটা নৌপুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘রাত ১২টা থেকে সমুদ্রে অভিযান শুরু করে কুয়াকাটা নৌপুলিশ। অভিযানে লেম্বুর বন সাগর মোহনা থেকে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।’


‘তবে অভিযানে কোনও জেলেকে আটক করা যায়নি। জব্দ করা জাল মহিপুরের খাপড়াভঙ্গা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও