কান উৎসবে বাংলাদেশের পতাকা, সঙ্গে বাঙালিয়ানার ছোঁয়া
বাংলা চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজারে। তারই উদাহরণ আগামী ২৬ মে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মা’। তবে দেশে মুক্তির আগেই কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে নতুন মাইলফলক সৃষ্টি করলো সিনেমাটি।
শনিবার (২০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট) পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘মা’। সিনেমার সময়সূচি উৎসবের লিফলেট এবং মার্শে দ্যু ফিল্মের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সেই সঙ্গে উৎসব কর্তৃপক্ষ এর প্রদর্শনের টিকিটও দিয়েছে সংশ্লিষ্টদের হাতে।
এর আগেও দেশীয় অনেক সিনেমাই এমন প্রিমিয়ার হয়েছে দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানে। তবে ‘মা’-এর প্রিমিয়ারের সূত্র ধরে ১৯ মে (শুক্রবার) ভিন্নতা দেখা গেলো কানসৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরে ও বাইরে।