You have reached your daily news limit

Please log in to continue


উর্বশি রাউতেলা: কানের রাস্তায় অসহায় ৪৫ মিনিট ও ২১টি কল

বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে। ৭৬ বছর ধরে ফ্রান্সের কানসৈকতে বসছে এই মহাযজ্ঞ। যেখানে প্রতি বছর গ্রীষ্মের শুরুতে বসে সর্বোচ্চ সিনেমেলা। গেল দুই দশক ধরে হলিউডের পাশাপাশি বলিউড তারকা-নির্মাতারা এতে অংশ নিয়ে বেশ নজর কাড়ছেন।

ফলে প্রতিবছরই বলিউডপ্রেমীদের নজর থাকে লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নের দিকে। সেই ধারাবাহিকতায় এবার চতুর্থ দিন (১৯ মে) পর্যন্ত ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, উর্বশি রাউতেলা, ম্রুনাল ঠাকুর, এশা গুপ্তা ও ডায়ানা পেন্টির দেখা মিলেছে। তারা প্রত্যেকেই বিভিন্ন ব্র্যান্ডের দূত হিসেবে আলোকিত করছেন ৭৬তম কান উৎসব। মডেল হিসেবে কানে এলেও প্রত্যেকেই অংশ নিয়েছেন কানসৈকতের ভারতীয় প্যাভিলিয়নসহ বিভিন্ন স্টলে।

এরমধ্যে চার দিনের উৎসবে বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় একেবারে ব্যতিক্রম হয়ে ধরা দিলেন বলিউডের অন্যতম সুন্দরী উর্বশি রাউতেলা। যিনি বাংলাদেশেও বেশ পরিচিত, কারণ ক্যারিয়ারের শুরুতেই তিনি কাজ করেছেন বাংলাদেশের স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ সিনেমায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন