উচ্চ রক্তচাপ: হেলাফেলা নয়
অনেকে উচ্চ রক্তচাপে ভুগলেও স্বাস্থ্য পরীক্ষা না করায় তা জানেনও না। তাই ত্রিশোর্ধ্ব সবার উচিত বছরে অন্তত একবার পরীক্ষা করা। নীরব ঘাতক হিসেবে পরিচিত এই রোগের প্রভাব মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত। অথচ একটু সচেতন থাকলে, শরীরচর্চা ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে রোগটি সহজেই নিয়ন্ত্রণ করে দীর্ঘদিন সুস্থভাবে বাঁচা সম্ভব। উচ্চ রক্তচাপের সাধারণত কোনো লক্ষণ থাকে না, রোগীর কোনো শারীরিক কষ্ট থাকে না। তাই এই রোগে কেউ ভুগছেন কিনা, সেটা তিনি নিজে বুঝতে পারেন না।
যখন উচ্চ রক্তচাপের জটিলতা যেমন– স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট হওয়া এর কোনোটি হয়, তখন রোগীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তাই এ রোগ নির্ণয় করাই অনেক বড় চ্যালেঞ্জ। উচ্চ রক্তচাপ রোগীর ১ থেকে ৩ মাস পরপর কোনো সমস্যা না থাকলেও ফলোআপে আসতে হয়, চেক করতে হয় যে প্রেশার নিয়ন্ত্রণে আছে কি নেই। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে আসার পরও ওষুধ সারাজীবনের জন্য খেতে হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- উচ্চ রক্তচাপের সমস্যা