রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে সম্মত জি-৭ জোট

সমকাল প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১৭:৩১

জাপানের হিরোশিমায় বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করতে সম্মত হয়েছেন জি-৭-এর নেতারা। এমনকি ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।


জাপানের হিরোশিমায় সম্মেলন শুক্রবার সকালে শুরু হলেও বৃহস্পতিবার স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন জি-৭-এর শীর্ষ নেতারা। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যোগ দেওয়ার কথা রয়েছে। জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, জেলেনস্কি সপ্তাহের শেষ দিকে যোগ দিতে পারেন।তবে শুক্রবারের সম্মেলনে জোটের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে সম্মত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও