ফজলি আম কেজিপ্রতি ৫, ক্ষীরশাপাত-বোম্বাই ৩ টাকা!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ মে ২০২৩, ১১:৪৬
আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ৩-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আম। জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার পর হওয়া ঝড়বৃষ্টিতে ঝড়ে পড়া আম বিক্রি হচ্ছে এই দামে। শুক্রবার (১৯ মে) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন গ্রাম থেকে স্বল্পমূল্যে বিক্রি হওয়া আমগুলো কিনে বস্তাভর্তি করে আড়তে নেওয়ার পর পাঠানো হচ্ছে ঢাকায়।
এছাড়াও কম মূল্যে এসব আম কিনে ৭-১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জেলা শহরে। ঝড়ে পড়া আমগুলোর সিংহভাগই অপরিপক্ব। ছোট ও মাঝারি সাইজের এসব অপরিপক্ব আম বিক্রি হচ্ছে ১১০-২০০ টাকা মণ দরে। গ্রামের নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর কুড়ানো এসব আম পাইকারি ব্যবসায়ীরা কিনে আড়তে নিয়ে যান। পরে আড়ত থেকে কিনে ট্রাকযোগে এসব আম যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমের আড়ত
- আমের বাজার