রিয়েলিটি প্রো হেডসেটের উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে
ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স ২০২৩-এ মিক্সড রিয়েলিটি হেডসেট রিয়েলিটি প্রো-এর তথ্য উন্মোচন করবে অ্যাপল। এ ডিভাইস নিয়ে অ্যাপলের গ্রাহকের মধ্যেও উত্তেজনা কাজ করছে। তবে দি ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ডিভাইস উৎপাদনে বাধার মুখে রয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। এর ফলে হেডসেটের উৎপাদন ও বাজারজাতও প্রভাবিত হতে পারে। খবর গিজমোচায়না।
সাত বছরেরও বেশি সময় পরীক্ষাধীন থাকলেও রিয়েলিটি হেডসেট প্রো বাজারজাতে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সরবরাহ চেইন সূত্রগুলো জানায়, শরতের আগে গ্রাহক নতুন হেডসেটটি কিনতে পারবেন না, যা অ্যাপলের যেকোনো পণ্য বাজারজাতে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি।
পরিবর্তনের এ সিদ্ধান্ত অ্যাপলের জন্য সাধারণ বিষয় না। কেননা অ্যাপল কোনো নতুন পণ্য বাজারে আনার আগে সেটি সম্পর্কে তেমন কোনো আলোচনা করে না। তবে কয়েক বছর ধরে এর উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখায় কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুক ওয়্যারেবল ডিভাইসটির একটি সংস্করণ বাজারে আনার ব্যাপারে উদগ্রীব। এমনকি এক্ষেত্রে গুণগত মান ত্যাগ করতে হলেও প্রস্তুত তিনি।