হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লক করবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১৫:৫১
হোয়াটসঅ্যাপে এখন আপনার জরুরি বা ইচ্ছামতো যে কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এলো একটি নতুন ফিচার। ফিচারটির নাম ‘লক চ্যাট’।
এবার থেকে যে কোনো চ্যাট তালা মেরে রাখতে পারবেন ইউজাররা। তৃতীয় কোনো ব্যক্তি তার হদিশ পাবে না। এমনকি লক করা চ্যাটগুলো আপনার সাধারণ ইনবক্সেও থাকবে না। ব্যবহারকারীরা যেসব চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলো সিলেক্ট করে লক করে রাখতে পারেন। সেসব চ্যাটগুলো ইনবক্সে দেখা যাবে না তবে আলাদা ফোল্ডারে স্টোর হবে।
পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেই সকল চ্যাট লক করা যাবে। যতক্ষণ না পর্যন্ত চ্যাট আনলক করা হচ্ছে ততক্ষণ উক্ত ফোল্ডারেই সেভ থাকবে চ্যাটগুলো। চ্যাট লক হওয়ার পাশাপাশি সেই চ্যাটের সব মেসেজ এবং নোটিফিকেশনও অটোমেটিক হাইড হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাট লক
- হোয়াটসঅ্যাপ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে