যে কারণে উৎপাদন বন্ধ হলো বাজাজ ডিসকভার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১২:৫৭
জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজের বেশ কয়েকটি মডেল উৎপাদন বন্ধ হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বাজাজ ডিসকভার। এই বাইকের প্রায় সব ভ্যারিয়েন্টই জনপ্রিয় ছিল। তারপরও এই মডেলটি উৎপাদন একেবারেই বন্ধ করেছে সংস্থা। ২০২০ সালের ১৩ মে ঘোষণার পর বন্ধ হয়ে যায় বাজাজ ডিসকভার উৎপাদন।
জনপ্রিয়তা থাকার পরও এই বাইক উৎপাদন বন্ধের কারণ জানায় বাজাজ, মূলত ২০২০ সালে করোনাকালীন পুরো বিশ্ব লকডাউনে ছিল দিনের পর দিন। ভারতেও এই অবস্থা ছিল প্রায় বছরখানেক। সেসময় বেশ লোকসান গুনতে হয়েছিল সংস্থাটিকে। সে কারণেই লকডাউনের মধ্যেই তারা এই বাইক উৎপাদন বন্ধ করে দেয়। এমনকি করোনা পরবর্তী সময়ে আর নতুন করে এই বাইকের নতুন ভ্যারিয়েন্ট আনেনি বাজারে। নতুন মডেলগুলোতে বেশি মনোযোগ দিয়েছে সংস্থাটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোটরসাইকেল
- উৎপাদন বন্ধ
- বাজাজ