![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F51c24c00-382e-4244-aec5-56b82956bdc9%252FFlag.jpg%3Frect%3D0%252C4%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
রাশিয়ার পাশের দেশগুলোয় হঠাৎ জার্মান রপ্তানির বিপুল বৃদ্ধি কেন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১১:০৭
রাশিয়ার প্রতিবেশী বেশ কয়েকটি দেশ জার্মানি থেকে হঠাৎ করে আমদানি অনেক বাড়িয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসের পরিসংখ্যানে এমনটা দেখা গেছে।
ফলে উদ্বেগ বাড়ছে যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মস্কোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এড়িয়ে এসব দেশ থেকে জার্মান পণ্য আবার রাশিয়ায় পুনরায় রপ্তানি হচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- রফতানি
- আমদানি-রফতানি