জাহাঙ্গীরের বিরুদ্ধে যত অভিযোগ
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে ইতোমধ্যে বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছে দুদক।
বুধবার (১৭ মে) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, আগামী ২১ ও ২২ মে দুদকে এসে বক্তব্য জানাতে বলা হয়েছে জাহাঙ্গীর আলমকে।জাহাঙ্গীর আলমকে দেওয়া নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অনুসন্ধান কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। তাই নিয়মিত অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।অনুসন্ধানের সূত্রপাতদুর্নীতি দমন কমিশন দুটি অভিযোগ পায়।