টিকটকে ফিল্টার ও ইফেক্ট তৈরি করে আয় করা যাবে যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১৩:৩৫

ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয় করা যাবে ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটকে। তবে চাইলেই সব কনটেন্ট নির্মাতা অর্থ আয় করতে পারবেন না। শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এ সুযোগ দিতে ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।


টিকটকের তথ্যমতে, যেসব ফিল্টার ও ইফেক্ট ৯০ দিনের মধ্যে অন্য ৫ লাখ টিকটক ব্যবহারকারী নিজেদের ভিডিওতে ব্যবহার করবেন, সেগুলোর নির্মাতাদের ৭০০ ডলার করে দেওয়া হবে। পাঁচ লাখের পর প্রতি লাখ ব্যবহারের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ কোনো নির্মাতার তৈরি ফিল্টার যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহার করা হয়, তবে সেই নির্মাতা ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন। একাধিক ফিল্টার ও ইফেক্ট ভাইরাল হলে আয়ের পরিমাণও বেশি হবে।
আরও পড়ুন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও