বেড়েছে মিষ্টির দামও

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১২:৩৭

চিনি এবং দুধের দাম বাড়ায় বাড়ছে মিষ্টির দামও; কেজি প্রতি ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন প্রকার মিষ্টির দাম।


মিষ্টির দোকানিরা জানান, রোজার শেষের দিকে এসে দুধের দাম লিটারে প্রায় ৪০ টাকা পর্যন্ত বেড়ে যায়।


তবে এখন দুধের দাম কমলেও চিনির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার প্রভাব পড়েছে মিষ্টির ওপর। বিভিন্ন ধরনের মিষ্টি কেজিতে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে। মাদারীপুরের বিভিন্ন এলাকার মিষ্টির দোকানিরা এ তথ্য জানিয়েছেন।


এদিকে মিষ্টির দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। রোজার মাঝামাঝিতেও যে মিষ্টি ২২০ টাকায় কিনেছেন তা এখন দরদাম করে  কিনতে হচ্ছে ২৬০ টাকা করে। এছাড়া ২৫০ টাকার মিষ্টি ৩০০ থেকে ৩২০ বিশ টাকা কেজিতে কিনতে হচ্ছে। হঠাৎ করেই দাম বাড়ায় বিক্রেতার সঙ্গে দামদর করতে হচ্ছে ক্রেতাদের। ফলে চাহিদার তুলনায় কম কিনতে হচ্ছে মিষ্টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও