গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১১:০৫
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবি নোটিশে জাহাঙ্গীর আলমকে ২০ ও ২১ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে দুদকের এক সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
দুদকের প্রধান কার্যালয়ের সচিব মাহবুব হোসেন আজ এ বিষয় পরে ব্রিফিং করবেন।
এ চিঠির বিষয়ে জাহাঙ্গীর আলম আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘চিঠি পেয়েছি। তবে আমি এখন মায়ের নির্বাচনী প্রচারণায় আছি। আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে