১০ মাসে এডিপির অর্ধেক বাস্তবায়ন

সমকাল প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১০:০১

উন্নয়ন কর্মকাণ্ডে এক রকম স্থবিরতা চলছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র অর্ধেক বাস্তবায়ন করা গেছে। গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৪ কোটি টাকা। অন্যদিকে, অব্যায়িত আছে ১ লাখ ১৭ হাজার ৪৯৭ কোটি টাকা। অর্থবছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি। এ দুই মাসে এডিপির বাকি অংশ বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।


এডিপি কম হারে বাস্তবায়ন হলে কী ক্ষতি জানতে চাইলে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন সমকালকে বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় কর্মসংস্থান কমবে। অর্থনীতিতে এর চতুর্মুখী অভিঘাত থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রকল্প থেকে যেসব সেবা যুক্ত হওয়ার কথা তা হবে না। এ ছাড়া পরবর্তী সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় বেড়ে যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও