দেশে রওনা দেওয়ার আগে করণীয় জানিয়েছিলেন শেখ হাসিনা
দীর্ঘ ৬ বছর প্রবাসে থাকার বাধ্যবাধকতা শেষে স্বদেশে রওনা হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দিল্লিতে বসে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি জানান, মরহুম পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা রূপায়ণের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব। ১৯৮১ সালের ১৬ মে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় সেই খবর প্রকাশিত হয়।
ইত্তেফাকের সংবাদে জানানো হয়, ‘তিনি দেশে ফিরলেই তার দল রাজনৈতিক কর্মসূচি ও সংগ্রামের কৌশল নির্ধারণ করবে। বাংলাদেশে রওনা হওয়ার আগে দিল্লিতে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা রূপায়ণের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়াই তার দায়িত্ব।’
দেশে ফিরেই ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা সাংগঠনিক ঐক্যের ডাক দিয়েছিলেন। বলেছিলেন, ‘আসুন, আবার আমরা এক হই।’ স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ হাসিনা এই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে জনগণের কাছে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার দাবি করেন।