কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পর্দা উঠলো ৭৬তম কান উৎসবের, মধ্যমণি জনি ডেপ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০২:৪৯

৭৬তম কান উৎসবের পর্দা উঠলো মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ১১টায়। তারও দুই ঘণ্টা আগে থেকে শুরু হয় লালগালিচার উন্মাদনা। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট।


কান কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ঘণ্টায় কানের লালগালিচা মাড়িয়েছেন ২ হাজার ৫০০ জন। এরমধ্যে সর্বোচ্চ করতালি আর উচ্ছ্বাসের প্রতিধ্বনি শোনা গেছে হলিউড সুপারস্টার জনি ডেপের উপস্থিতিতে। সম্ভবত তিনিই সবচেয়ে বেশি সময় ধরে চারপাশের মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন হাসিমুখে। যতক্ষণ লালগালিচায় ছিলেন জনি, ততক্ষণই মুখে লেগেছিল হাসি। টের পাওয়া গেছে, তাকে দেখে উপস্থিত সবার উচ্ছ্বাস কিংবা শোরগোল উপভোগ করছিলেন দারুণ। ভক্তদের সঙ্গে তার আচরণ ছিলো বন্ধুত্বপূর্ণ।


যথারীতি মজা করতেও ছাড়লেন না জনি। কারণ তিনি যখন লালগালিচায়, তখন সাউন্ড সিস্টেমে বাজছিলো উচ্চস্বরে গান। সেদিকে কান দিয়েই জনি আয়োজকদের মজা করেই বললেন, ‘আমি কি থাকবো নাকি চলে যাবো?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত