নাসার সাবেক মহাকাশ অভিযান প্রধান এবার স্পেসএক্সের স্টারশিপে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মে ২০২৩, ২০:৪৭

ইলন মাস্ক এবার চাঁদ ও মঙ্গলে অভিযান বিভাগে এমন একজনকে নিচ্ছেন যিনি সম্ভবত এ বিভাগের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মানব অভিযান বিভাগের সাবেক প্রধান ক্যাথি লুয়েডার্স দায়িত্ব নিচ্ছেন স্পেসএক্সের স্টারশিপ বিভাগের।


স্পেসএক্সের তৈরি এ যাবতকালের সবচেয়ে বড় রকেট স্টারশিপ। চাঁদ ও মঙ্গলে মানব অভিযানের উদ্দেশ্যে তৈরি এ ‘সুপার হেভি’ রকেটের নামেই এই বিভাগটি পরিচিত।


নাসার মানব অভিযান বিভাগের কোনো সাবেক প্রধান অবসরে যাওয়ার পরপরই স্পেসএক্সে যোগ দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা। আগামী এক দশকের মধ্যে নাসার নভোচারীদের চাঁদে অবতরণের উদ্দেশ্যে তৈরি স্টারশিপের উন্নয়নে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও