![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/janaja2-20230516135708.jpg)
এফডিসিতে নায়ক ফারুকের জানাজা
বাংলা চলচ্চিত্রের অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আসার পর এফডিসিতে নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার দুপুর ১ টায় ফারুকের মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়।
ফারুককে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজতা, রোজিনা।
এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।