কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে আজ কথা বলবেন

প্রথম আলো প্রকাশিত: ১৬ মে ২০২৩, ১০:৩৫

শর্ত সাপেক্ষে ক্ষমা পেয়ে গত ২১ জানুয়ারি দলে ফেরেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। দলে ফেরার ঠিক পাঁচ মাস পর আবারও স্থায়ী বহিষ্কৃত হলেন তিনি। স্থায়ী বহিষ্কার নিয়ে গতকাল সোমবার রাত পর্যন্ত তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি। রাত আটটা পর্যন্ত তিনি মায়ের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন।


আজ মঙ্গলবার গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় নিজের বাসভবনে জাহাঙ্গীর আলম তাঁর স্থায়ী বহিষ্কার ও মায়ের নির্বাচনের বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।


দল থেকে বহিষ্কারের আগে সম্পাদকমণ্ডলীর সভার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে গতকাল সকালে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তা ছাড়া অন্য কোনো মাধ্যমে বিষয়টি আমি জানি না বা কেউ জানায়নি।’ কোনো অবস্থাতেই তিনি নির্বাচন থেকে সরে যাবেন না জানিয়ে বলেছিলেন, ‘আমার মা নির্বাচনে দাঁড়িয়েছে, তাই আমাকে তার পাশে থাকতেই হবে। আমি এবং আমার মা নির্বাচনে শেষ পর্যন্ত থাকব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও