You have reached your daily news limit

Please log in to continue


আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য লড়বে জাপা: মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের (জিএম কাদের) মধ্যেই দেশকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণাবলি বিদ্যমান আছে। জাতীয় পার্টিতে আছে একঝাঁক প্রবীণ ও অভিজ্ঞ নেতা। আমরা বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র সত্তা নিয়ে সংগঠিত হচ্ছি। জাতীয় পার্টি আগামী নির্বাচনে লড়বে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল হওয়ার জন্য নয়।’

সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু এতে সভাপতিত্ব করেন।

দলের চেয়ারম্যান প্রসঙ্গে মুজিবুল হক উল্লেখ করেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মন্ত্রী হিসেবে সফল ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কোনও অভিযোগ নেই। ব্যক্তিজীবনেও তিনি সৎ এবং সাহসী।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন