হাত পুড়ে গিয়ে ফোস্কা পড়লে করণীয়

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১২:০৫

রান্না করতে গিয়ে কিংবা গরম কিছু ধরতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেন অনেকেই। অনেক সময় পুড়ে গিয়ে গভীর ক্ষত তৈরি হয়। সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে ফোস্কা পড়ে যায়। জ্বালাপোড়াও করে অনেক।


কিন্তু হাত কিংবা শরীরের অন্যান্য অংশ পুড়ে গেলে কীভাবে তাড়াতাড়ি ব্যবস্থা নিবেন যাতে সহজে ফোস্কা না পড়ে বা পড়লেও যাতে জ্বালাপোড়া কম করে, তা অনেকেই বুঝতে পারেন না। নানা ধরনের মলমের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। সেগুলি মেনে চললে ক্ষত দ্রুত শুকোবে।


ফোস্কা সাড়াতে টি ব্যাগ
পোড়ার ক্ষত সামলাতে বেশ কার্যকর হতে পারে টি ব্যাগ। চা পাতায় থাকা প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট যে কোনও জায়গা চট করে ঠান্ডা করে দেয়। পুড়ে গেলে যে ব্যথা এবং জ্বালা ভাব থাকে, তা অনেকটাই কমাতে সক্ষম ভেজা টি ব্যাগ। হঠাৎ হাত পুড়ে গেলে একটি টি ব্যাগ এক বাটি পানিতে ভিজিয়ে নিয়ে পোড়া জায়গার উপর দিন। কিছুক্ষণেই মিলবে আরাম।


ফোস্কা সাড়াতে মধু
হাতের পুড়ে যাওয়া স্থানের জ্বালাপোড়া কমাতে কিন্তু মধুও বেশ কার্যকরী উপাদান। হঠাৎ তেলের ছিটে লাগলে হাতের সেই জায়গাটিতে একটু মধু লাগিয়ে নিন। কিছুক্ষণেই জ্বালা ভাব কমবে।


ফোস্কা সাড়াতে ভিনেগার
ভিনেগার অ্যান্টিসেপ্টিকের মত কাজ করে থাকে। সামান্য পানির সঙ্গে কিছুটা ভিনেগার মিশিয়ে নিন। তারপর একটি পরিষ্কার কাপড় সেই পানিতে ভিজিয়ে পোড়া জায়গাটির উপর আলতো করে দিন। কিছুক্ষণেই কমবে জ্বালা ভাব, অস্বস্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও