সংসদ সদস্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিবাদ আওয়ামী লীগের একাংশের
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। মোরশেদ আলমের অনুসারী হিসেবে পরিচিত নেতারা গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন। তাঁরা ‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে দলের সব নেতা-কর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।
মোরশেদ আলম নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ঈদপরবর্তী তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশ। সেখানে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতা সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বক্তব্য দেন। সভার শেষ পর্যায়ে মোরশেদ আলমকে সেনবাগে অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর।