কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বিরল’ জয়ে ‘বিশ্বমানের বোলিং করেছে’ হাসান

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১০:৩৭

তামিম ইকবালের চোখে এটি বাংলাদেশের ‘বিরলতম’ জয়।


বাংলাদেশের নাগালে থাকা জয় প্রতিপক্ষ শেষ মুহূর্তের ঝলকে কেড়ে নিয়েছে—এমন ঘটনা অতীতে বেশ কয়বার দেখা গেছে। জিততে জিততে হেরে যাওয়ার বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। কিন্তু চেমসফোর্ডে আয়ারল্যান্ডকেই সেই যন্ত্রণায় পুড়িয়েছে তামিমের দল। ২৭৪ রান তাড়ায় শেষ ৫৪ বলে ৫২ রান দরকার ছিল আইরিশদের, হাতে ছিল ৭ উইকেট। ওই অবস্থা থেকে ম্যাচ বের করে এনে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বোলাররা। যেখানে অন্যতম নায়ক পেসার হাসান মাহমুদ।


এভাবে জয় পাওয়াটাকে ‘বিরল’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম, ‘এ ধরনের ম্যাচ আমরা সবসময় অন্য পাশ থেকে দেখেছি। জেতার পর্যায় থেকে কোনো না কোনোভাবে হেরে গেছি। এ ধরনের পরিস্থিতিতে জেতাটা আমাদের জন্য বিরল ব্যাপার, বিশেষ করে বোলিংয়ের সময়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও