You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ কোরিয়ায় নগদ অর্থের লেনদেন ছাড়াই পুরো ছয় দিন

এবার একটা বিতর্কের কথাও বলি। হার্ভে ফ্রেডরিক ওয়াকসম্যান ছিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নিউরোসার্জন ও আইনজীবী। মূলত জনস্বাস্থ্য নিয়ে কাজ করতেন। নিউইয়র্ক টাইমস-এ ১৯৯০ সালের ২৯ ডিসেম্বর সংখ্যায় তাঁর একটি মতামত ছাপা হয়েছিল। সেখানে তিনি নগদ অর্থের লেনদেন বাতিল করার পক্ষে জোরালোভাবে কলম ধরেছিলেন।

বলেছিলেন, এতে লেনদেনের হিসাব স্বয়ংক্রিয়ভাবে রাখা যাবে, এতে কালোটাকা কমবে, সরকারের কর আদায় বাড়বে, অপরাধও কমবে। তাঁর এই বক্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল তখন। এর পক্ষে-বিপক্ষে কয়েকটি লেখা ছেপেছিল নিউইয়র্ক টাইমস। এর মধ্যে রিচার্ড হায়েস নামের একজন লিখেছিলেন, সব লেনদেনের রেকর্ড থাকবে বলে ‘ক্যাশলেস সোসাইটি’র পরিবর্তে অচিরেই ‘বিগ ব্রাদার সোসাইটি’র উদ্ভব ঘটবে। এই ব্রিগ ব্রাদাররা সাধারণ মানুষের সব তথ্য জানতে পারবে, ফলে ব্যক্তিগত বলতে আর কিছু থাকবে না। তাঁর মতে, সেটি হবে নজরদারির একধরনের সোভিয়েত ইউনিয়ন পদ্ধতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন