রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াইয়ের ডাক দিলেন ইমরান খান

চ্যানেল আই পাকিস্তান প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১০:২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের শক্তিশালী সামরিক সংস্থা তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগামী ১০ বছরের জন্য কারাগারে রাখার পরিকল্পনা করেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


সোমবার (১৫ মে) ভোররাতে একাধিক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, “এখন সম্পূর্ণ লন্ডন পরিকল্পনা শেষ। আমি জেলের ভেতরে থাকাকালীন সহিংসতার অজুহাত দেখিয়ে, তারা বিচারকের ভূমিকা পালন করতে চেয়েছে। তারা নিজেরাই জুরি এবং নিজেরাই জল্লাদ। এখন তাদের পরিকল্পনা হলো, আমার স্ত্রী বুশরা বেগমকে কারাগারে রেখে আমাকে অপমান করা এবং কিছু রাষ্ট্রদ্রোহ আইন দেখিয়ে আমাকে আগামী ১০ বছর কারাগারে আটকে রাখা।”


ইমরান খান আরও বলেন, “জনসাধারণ যেন কোনো প্রতিক্রিয়া না দেখাতে পারে, তা  নিশ্চিত করার জন্য তারা দুটি জিনিস করেছে.. প্রথমত, ইচ্ছাকৃত সন্ত্রাস, কেবল পিটিআই কর্মীদের উপর নয় বরং সাধারণ নাগরিকদের উপরও প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত, মিডিয়া সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং স্তব্ধ।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও