সৌভাগ্যের দরজা খুলে গেছে নুসরাতের
প্রায় দুই দশক চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত ভারুচা। এত দিনে মিলল প্যান ইন্ডিয়া ছবিতে কাজের সুযোগ। তাঁর অভিনীত ‘ছত্রপতি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই ছবির মূল অভিনেতা দক্ষিণি তারকা বেলমকোন্ডা শ্রীনিবাস। এটি ২০০৫ সালের তেলেগু ছবি ‘ছত্রপতি’র রিমেক।
এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু ছবিটিতে ছিলেন প্রভাস ও শ্রিয়া শরণ।
ক্যারিয়ারের এই নতুন মোড় নিয়ে সম্প্রতি একটি হিন্দি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই বলিউড নায়িকা বলেছেন, ‘এখনই এ ছবি করা জরুরি ছিল, এমন কিন্তু নয়।
তবে এ রকমই একটা ছবি করার বাসনা ছিল। “বাহুবলী” দেখার পর আমি পুরোপুরি ওই দুনিয়ায় ডুবে ছিলাম। ছবিটিতে পরিচালকের ভাবনাচিন্তা, দৃঢ়তা, কাহিনি—সবকিছু বাস্তব মনে হচ্ছিল। আমার তখনই মনে হয়েছিল, এ রকমই কিছু একটা করতে হবে। ভাগ্যক্রমে রাজামৌলি ও প্রভাসের ছবির রিমেকের প্রস্তাব সামনে এল, আমারও চিত্রনাট্য পছন্দ হলো। রাজি হয়ে গেলাম।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- নুসরাত ভারুচা