সিমেন্টে বহুজাতিকের রমরমা ব্যবসা, ডলারে ‘ধরা’ দেশীয় প্রতিষ্ঠান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০৮:৪৭

দেশের বাজারে সিমেন্টের ব্যবসা করা বহুজাতিক কোম্পানিগুলো চলতি বছরের প্রথম তিন মাসে রমরমা ব্যবসা করেছে। বিক্রি বাড়ার পাশাপাশি কোম্পানিগুলোর মুনাফায় বড় উন্নতি হয়েছে। বহুজাতিক কোম্পানির পাশাপাশি দেশীয় সিমেন্ট কোম্পানিরও বিক্রি বেড়েছে। তবে ডলারের বাড়তি দামের কারণে দেশীয় কোম্পানির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।


দেশে ব্যবসা করা সিমেন্ট কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত মাত্র সাতটি। এর মধ্যে দুটি বহুজাতিক কোম্পানি। আর দেশীয় প্রতিষ্ঠান পাঁচটি। চলতি বছরের তিন মাসে বহুজাতিক দুটি কোম্পানির মধ্যে একটির মুনাফা বেড়েছে ১০২ শতাংশ। একটি গত বছর লোকসানে থাকলেও এবার বড় মুনাফা করেছে।


অপরদিকে দেশীয় পাঁচ সিমেন্ট কোম্পানির মধ্যে তিনটির মুনাফা গত বছরের তুলনায় কমেছে। বিপরীতে দুটির মুনাফা বেড়েছে। মুনাফা বাড়ার পাশাপাশি বহুজাতিক একটি কোম্পানিতে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। দেশীয় পাঁচ কোম্পানিতেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। তবে দেশীয় কোম্পানি পাঁচটির মধ্যে বিদেশি বিনিয়োগ আছে মাত্র দুটিতে। এর মধ্যে একটিতে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে এবং একটিতে কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও