কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনীতির সংকট আরও প্রকট হতে পারে

সমকাল প্রকাশিত: ১৫ মে ২০২৩, ০৩:০১

অর্থনীতির বর্তমান সংকট নিরসনে এখন পর্যন্ত বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যথাযথ ব্যবস্থা না নিলে সংকট আরও প্রকট হতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রাক-বাজেট আলোচনায় এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
পিআরআই আরও বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রা অনুযায়ী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আহরণ বাড়ানোর সম্ভাবনা কম। কারণ চলতি অর্থবছরের এ পর্যন্ত রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জনের ব্যবধান অনেক বেশি।


গতকাল রোববার রাজধানীর বনানীতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইর স্টাডি সেন্টার অন ডমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনের (পিআরআই-সিডিআরএম) পরিচালক ড. আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। পিআরআইর  চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার এতে সভাপতিত্ব করেন।


বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া অন্যতম শর্ত– আগামী অর্থবছর কর জিডিপি অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানো। এ ছাড়া চলতি অর্থবছরে কর রাজস্ব সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা দিয়েছে সংস্থাটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও