কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুদানে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

বণিক বার্তা সুদান প্রকাশিত: ১৪ মে ২০২৩, ২১:০২

সুদানে চলমান সংঘাতে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া শিশুদের জন্য মানবিক সহায়তা বাড়াচ্ছে ইউনিসেফ। শিশুদের কল্যাণে নিয়োজিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি জানিয়েছে, সহিংসতা অব্যাহত থাকায়, আনুমানিক ৮২ হাজার শিশু প্রতিবেশী দেশগুলোয় অবস্থান নিয়েছে। একই সময়ে কমপক্ষে ৩ লাখ ৬৮ হাজার শিশু দেশটির অভ্যন্তরে নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে।


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী , ১৫ এপ্রিল থেকে ১ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে আশ্রয় চেয়েছে। যার মধ্যে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া, লিবিয়া ও দক্ষিণ সুদান। আন্তর্জাতিক অভিবাসীবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, সংঘাত শুরু থেকে সুদানের অভ্যন্তরে প্রায় ৭ লাখ ৩৬ হাজার মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সহিংসতা শুরুর আগে প্রায় ৩৮ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও