![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/05/14/1684068983.lion.jpg)
কেনিয়ায় পশুপালকদের হাতে মারা পড়ল ৬ সিংহ
কেনিয়ার দক্ষিণাঞ্চলের একটি ন্যাশনাল পার্কের ছয়টি সিংহ রাখালদের হাতে হত্যার শিকার হয়েছে। দেশটিতে সংরক্ষণের প্রচেষ্টা এবং দেশের অর্থনীতির মূল স্তম্ভ পর্যটন শিল্পের ওপর এটি একটি আঘাত।
শনিবার কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) বলছে, আগের রাতে সিংহ ১১টি ছাগল ও একটি কুকুরকে আক্রমণ করে। পরে সিংহগুলো পশুপালকদের হাতে হত্যার শিকার হয়।
এক বিবৃতিতে কেডব্লিউএস বলছে, দুর্ভাগ্যবশত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগের সপ্তাহে আরও চারটি সিংহকে হত্যা করা হয়। যে পার্কে সিংহ হত্যার ঘটনা ঘটেছে, সেটির নাম অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হত্যা
- সিংহ
- পশুপালন