![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2016%2F05%2F25%2F002974eeecd78ce828bc48160a5a1147-574580ede869c.jpg%3Fjadewits_media_id%3D97137)
ঘূর্ণিঝড় মোখা: বিটিআরসিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০২:০৩
উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার নম্বর ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।
শনিবার (১৩ মে) বিটিআরসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সব সংস্থাকে ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি থেকেও সংশ্লিষ্ট সব লাইসেন্সিকে (অপারেটর) এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসিতে এ সংক্রান্ত একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে