![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-05%2F71929f48-42cd-433b-aee4-ab4dd30ef5af%2Fmofa_teknaf_130523_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিত, যুক্ত হলো যশোর বোর্ড
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় সোমবারের এসএসসি পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আর পরীক্ষা স্থগিত রাখা বোর্ডের তালিকায় যোগ হয়েছে যশোর শিক্ষা বোর্ড।
ফলে রোব ও সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কোনো এসএসসি পরীক্ষা হচ্ছে না।
শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।