আইওএসের নতুন আপডেটে বাড়বে ব্যাটারির আয়ু
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৬:০৪
অ্যাপলের উন্মুক্ত করা আইওএস আপডেট ‘আইওএস ১৬.৪’- এ ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’ ঠিকমতো কাজ না করার অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। পরবর্তীতে এই সমস্যা ঠিক করে দুই সপ্তাহের মধ্যেই ‘আইওএস ১৬.৪.১’ সংস্করণ উন্মুক্ত করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। তবে নতুন এই সংস্করণে আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। এবার এই সমস্যা সমাধানে দ্রুতই নতুন আপডেট ‘আইওএস ১৬.৫’ আনছে অ্যাপল।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ মে ‘আইওএস ১৬.৫’ সংস্করণটি উন্মুক্ত করতে পারে অ্যাপল। নতুন এই আপডেটে অ্যাপল নিউজ অপশনে ‘মাই স্পোর্টস’ ট্যাব চালুর পাশাপাশি ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’– এর মাধ্যমে মৌখিক নির্দেশের মাধ্যমে ‘স্ক্রিন রেকর্ড’- এর সুবিধাও থাকছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে