পুরো ই-মেইল লিখে দেবে এআই
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৪:০৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পুরো ই-মেইল লেখার সুবিধা চালু করছে জিমেইল। ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত গুগলের আই/ও সম্মেলনে ‘হেল্প মি রাইট’ নামের এ সুবিধা আনার ঘোষণা দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।
বর্তমানে জিমেইল ব্যবহারকারীরা এআই এর মাধ্যমে স্বয়ংক্রিয় উত্তর এবং ই-মেইল লেখার সুপারিশ পেয়ে থাকেন। ‘হেল্প মি রাইট’ নামের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পুরো ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে লেখার সুযোগ মিলবে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ব্যবহারকারীদের আগের ই-মেইল বার্তার তথ্য পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল।