ফ্রিজ–এসির চাহিদা ও বিক্রি বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৩:৩৫

দেশের বাজারে এসি ও ফ্রিজের বিক্রি বাড়লেও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বেচাকেনা নিম্নমুখী প্রবণতায় রয়েছে বলে দাবি কোম্পানিগুলোর।


সাধারণত গরমের মৌসুমে দেশের বাজারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। এবারের গ্রীষ্মে তো প্রচণ্ড দাবদাহ চলছে। যে কারণে এসি বিক্রি প্রত্যাশার চেয়েও অনেক বেশি বেড়েছে। পাশাপাশি ফ্রিজ এবং ফ্যানের বিক্রিও ভালো বলে জানিয়েছে কোম্পানিগুলো।  


অন্যদিকে কয়েক মাস ধরে বাজারে অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বেচাকেনা নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এসব পণ্য বিক্রি প্রায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমেছে। বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এসব তথ্য জানান। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও