কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকা বাঁচাতে পাইকারি বাজারে ছুটছেন সাধারণ ক্রেতারা

বাংলা নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৩:৩৩

বাজারে সাধ্যের বাইরে সবকিছুর দাম, ফলে অস্বস্তি বাড়ছে ক্রেতাদের মধ্যে। এ অবস্থায় এখন অর্থ সাশ্রয়ে খুচরা বাজার থেকে সরাসরি পাইকারি বাজারে চলে আসছেন সাধারণ ক্রেতারা।


বেশির ভাগ সাধারাণ ক্রেতাই বলছেন, টাকা বাঁচাতে তারা এখন পাইকারি বাজারেই এখন ভিড় করছেন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। পাইকারি বাজারে এখন সব সবজির দামই বেশি। যা খুচরা পর্যায়ে গিয়ে আরও বেড়ে যাচ্ছে।


পাইকারি বাজারে শুধুমাত্র আলু ৩০ টাকায় এবং লেবু এক ডজন ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বাজারের সব ধরনের সবজি ৬০ টাকার ওপরে।  


সবজির বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে প্রতি কেজি করল্লা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। কিন্তু খুচরা বাজারে সেই করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। পাইকারি বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা খুচরা পর্যায়ে ৬০ টাকা। পাইকারিতে পটলের কেজি ৩৫-৪০ টাকা, যা খুচরা পর্যায়ে ৮০ টাকা। পাইকারিতে টমেটোর কেজি ৩০ টাকা, যা খুচরা পর্যায়ে ৬০ টাকা। পাইকারিতে চিচিঙ্গার কেজি ৩৫-৪০ টাকা, যা খুচরায় ৮০ টাকা। আকার ভেদে প্রতি পিছ লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা পর্যন্ত, যা খুচরা বাজারে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে লেবুর ডজন (১২ পিছ) ২০-৩০ টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ টাকায়।


শনিবার (১৩ মে) রাজধানীর পাইকারি সবজির আড়ৎ কারওয়ান বাজারের এর সঙ্গে খিলগাঁও রেলগেট বাজার, গোড়ান বাজার, মেরাদিয়ে হাটের মত স্থানীয় পর্যায়ের খুচরা বাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও