![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F05%2F13%2Ftt-bd-f96624a02bbc67bb1404df70e28e16bb.jpg%3Fjadewits_media_id%3D857124)
ভারতে গেলো বাংলাদেশ দল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১৩:২৮
ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরে ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত হবে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার ভারতে গেছে বাংলাদেশ দল। সেখানে বালক এবং বালিকা উভয় বিভাগেই অংশ নেবে লাল-সবুজ দল। টুর্নামেন্টে ইতিবাচক ফল করার লক্ষ্য নিয়ে ঢাকা ছেড়েছেন উদীয়মান খেলোয়াড়রা।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অধীনে সারা বছর ধরেই ক্যাম্প চলে। তবে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় কোচরা ঢাকায় এসেছিলেন। এরা হলেন ভারতীয় কোচ অংশুমান ভট্টাচার্যী ও প্র্যাকটিস পার্টনার সৌম্যদীপ ঘোষ ও অঙ্কুর ভট্টাচার্য।
- ট্যাগ:
- খেলা
- টেবিল টেনিস