মোখা’র প্রভাবে এলএনজি সরবরাহ বিঘ্নিত, গ্যাসের চাপ কম থাকবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১১:৩৭
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
শনিবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।