এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে এআই!
সমকাল
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১০:০২
এক মিনিটেরও কম সময়ে পুরো উপন্যাস পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআই নিয়ে উন্মাদনার মধ্যে এমন ঘোষণা দিল প্রযুক্তি কোম্পানি এনথ্রোপিকস। কোম্পানির ডেভেলপ করা এআই চ্যাটবট ‘ক্লড’ নিমেষেই পুরো একটি উপন্যাস পড়ে দিতে সক্ষম।
এনথ্রোপিকসের দাবি, ক্লড হচ্ছে পরবর্তী প্রজন্মের এআই সহকারী। তাদের তৈরি এ কৃত্রিম বুদ্ধির সহকারী মাইক্রোসফটের চ্যাটবটের প্রতিদ্বন্দ্বী। চ্যাটজিপিটির মতো ক্লডও নানা ফিচারে সমৃদ্ধ।