ঘূর্ণিঝড় মোখা: সাতক্ষীরায় প্রস্তুত ৮৮৭ আশ্রয়কেন্দ্র
সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ৮৮৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত আছেন ৫ হাজার স্বেচ্ছাসেবক। উপকূলের আশাশুনি, শ্যামনগর ও কালীগঞ্জে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৮৮৭টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ১৬৯টি আশ্রয় কেন্দ্র ও ৭১৮ স্কুল-কলেজকে বিকল্প আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলায় ১৬টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প হিসেবে ৯০টি, দেবহাটা উপজেলায় ১৫টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ৮৮টি, কলারোয়ায় ২টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ১৫০টি, কালীগঞ্জে ১০টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ৯৯টি, সাতক্ষীরা সদরে ২৫টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ১৩১টি, শ্যামনগরে ৮৭টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ৯৪টি এবং তালা উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্র ও বিকল্প ৯০টি স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।